মঙ্গলপাড়ার চতুর সালাম আর সরল সাব্বিরের গল্প
রাজশাহীর পুঠিয়ার মঙ্গলপাড়া গ্রামে বাড়ি আব্দুস সালাম ও সাব্বিরের। মাত্র পঞ্চম শ্রেণি পর্যন্ত লেখাপড়া করলেও সালাম এলাকায় চতুর ব্যক্তি হিসেবে পরিচিত। অন্যদিকে, সাব্বির এমবিএ শেষ করেছেন, কিন্তু সহজ-সরল হিসেবেই মানুষ তাঁকে জানে। সাব্বিরের অভিযোগ...