‘জেলখানা আরও বাড়ান সাহেব, আসছে ফাল্গুন হব দ্বিগুণ’
‘জেলখানা আরও বাড়ান সাহেব, আসছে ফাল্গুন হব দ্বিগুণ’সহ নানান স্লোগান দিয়ে ফরিদপুরে মিছিল করেছেন বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থীরা। সারা দেশে গণহত্যা, গণগ্রেপ্তার, হামলা, মামলা, গুমের প্রতিবাদে এবং বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের ৯ দফা দাবি আদায়ের লক্ষ্যে মার্চ ফর জাস্টিস কর্মসূচি পালন করেন।