কাগজ আর বাঁশ দিয়ে তৈরি ব্যতিক্রমী সরস্বতী দেবী
শহরের একটি গলি, হাতে টানা রিকশায় বসে আছেন এক তরুণী। এক হাতে তাঁর বই, আরেক হাতে বীণা। সঙ্গে রয়েছে রাজহাঁসও। যেন সরস্বতী দেবীর রূপ ফুটিয়ে তোলা হয়েছে অত্যন্ত সুনিপুণভাবে।
গতকাল সোমবার পাবনার চাটমোহর উপজেলার বোঁথড় চড়কবাড়ী মাঠে দেখা গেছে ব্যতিক্রম ও নজরকাড়া সরস্বতী দেবীর এই প্রতিমা।