নাটোরের আদর্শ গ্রাম হুলহুলিয়া
আঁকাবাঁকা মেঠোপথ, দিগন্তবিস্তৃত ধানখেত আর সবুজের সমারোহ—সব মিলিয়ে মনোমুগ্ধকর এক দৃশ্য। আবহমান গ্রামবাংলার চিরায়ত রূপ তো এমনই হয়! তাহলে বিশেষ কী এমন বিষয়, যে কারণে একটি গ্রামের এত জয়জয়কার। গ্রামের গল্প নাকি হার মানাতে পারে রূপকথাকেও! হ্যাঁ, গল্পটা শেষ হলে ‘হুলহুলিয়া’ নিয়ে সন্দেহ কেটে যাবে। গ্রামটির শ