অযত্নে সৌন্দর্য হারাচ্ছে প্রেম যমুনার ঘাট
বগুড়ার সারিয়াকান্দির প্রধান পর্যটনকেন্দ্র সদরের দীঘলকান্দি প্রেম যমুনার ঘাট। গোবরের ঘুঁটে শুকানো, ধান সেদ্ধ, জ্বালানি স্তূপ করে রাখা প্রভৃতি কারণে কেন্দ্রটি তার সৌন্দর্য হারিয়েছে। পর্যটকেরা মুখ ফিরিয়ে নিয়েছেন এ কেন্দ্র থেকে।