আড়াই কোটির সেতু ফেলে ৩০ মিটার দূরে আরেকটি
অপরিকল্পিত সেতু গলার কাঁটা হয়ে দাঁড়িয়েছে সিরাজগঞ্জের চৌহালী উপজেলার বাঘুটিয়া ইউনিয়নের বাসিন্দাদের জন্য। সেখানে বিনানই মরা নদীর ওপর যে সেতু নির্মাণ করা হয়েছে, সেটি প্রয়োজনের তুলনায় ছোট। এটি নির্মাণের পর সংযোগ সড়ক তৈরি না করায় আড়াই কোটি টাকার সেতু দুই বছর ধরে পড়ে আছে। এদিকে অব্যবহৃত এ সেতু থেকে ৩০ মিট