‘যহন একটু সুখের মুখ দেখলাম তহন ওরে নিয়া গেল, কেডা মোর সন্তানকে দেখবে’
‘যহন একটু সুখের মুখ দেখলাম তহন ওরে নিয়া গেল, কেডা মোর সন্তানকে দেখবে? মোর কপালে সুখ সইল না, মোরে নিয়া ঢাকায় আইয়া কত কষ্ট করছে। যহন একটা চাকরি পাইল, হেই সময় আল্লা অরে নিয়া গেল। মুই এ্যাহন কী নিয়া বাঁচমু, কে মোর ছোট সন্তানকে মানুষ করবে? মুই ওর অফিসে যাওয়ার রাইতের খাবার রেডি কইররা বইয়া আছি। কই, ও তো আহ