কালরাত্রিতে তানোর পৌরভবনে বর্ণিল আলোকসজ্জা, মুক্তিযোদ্ধাদের ক্ষোভ
২৫ মার্চ ইতিহাসের এক বর্বরোচিত গণহত্যার ক্ষণ। সরকারি আদেশে গণহত্যা কালরাত্রির এ দিবস স্মরণে প্রতীকী ব্ল্যাক-আউট কর্মসূচি ছাড়াও নানা কর্মসূচি পালন করা হচ্ছে। তবে শহীদদের শ্রদ্ধা জানাতে ২৫ মার্চ রাত্রিতে সব সরকারি, আধা সরকারি, স্বায়ত্তশাসিত এবং বেসরকারি ভবন ও স্থাপনায় আলোকসজ্জা করা যাবে না।