রাজশাহীর ভেলা বিলে ৮৫টি পাখি অবমুক্ত
রাজশাহীর পবায় জলময়ূর, বেগুনি কালেম, পাতি সরালি ও ডাহুক এই চার প্রজাতির ৮৫টি পাখি অবমুক্ত করলো বন্যপ্রাণী ব্যবস্থাপনা ও প্রকৃতি সংরক্ষণ বিভাগ। আজ মঙ্গলবার রাজশাহী পবা উপজেলার গহমবোনা ও গোদাগাড়ি উপজেলার দেওপাড়া এলাকার মধ্যবর্তী ভেলা বিলে এই পাখি অবমুক্ত করা হয়