পাখির বাসা ভাড়ার টাকা পেলেন বাঘার বাগান মালিকেরা
রাজশাহীর বাঘায় অতিথি পাখি দ্বারা ক্ষতিগ্রস্ত আমচাষিদের প্রণোদনার চেক হস্তান্তর করা হয়েছে। আজ মঙ্গলবার বেলা সাড়ে ১১টায় বাঘা উপজেলা পরিষদের সম্মেলন কক্ষে সীমিত পরিসরে আয়োজিত এক অনুষ্ঠানে, রাজশাহীর বাঘা উপজেলার খোঁজ বাউসা গ্রামের পাঁচ বাগান মালিকের হাতে মোট ৩ লাখ ১৩ হাজার টাকার চেক তুলে দেওয়া হয়।