আইন পড়া রামিম এখন কৃষক
এক পাশে পাহাড়, অন্য পাশে সুবজ ধানখেত। এর মধ্যে বড় বড় চারটি পুকুর। পুকুরপাড়ে সারি সারি পেঁপেগাছ, সবজির খেত। এর পাশে ছাগল ও মুরগির খামার। প্রকৃতির সঙ্গে সমন্বয় করে এসব সাজিয়েছেন আদনান রামিম নামের ৩৪ বছর বয়সী এক তরুণ। আর এ সমন্বিত খামারের নাম দিয়েছেন জাফ-নীল অ্যাগ্রো ফার্ম। বাবা আবু জাফর চৌধুরীর নামে এ