নিজস্ব ‘আদালতে’ বিচার করেন তহিদুল-শাহিন
বগুড়ার আদমদীঘি উপজেলার লক্ষ্মীপুর গ্রাম। এই গ্রামের লক্ষ্মীকে বিদায় করে দিয়ে দখলে নিয়েছে ‘অসুর’। এটা এখন ‘অসুরপুর’। আর ‘অসুরের দলের’ নাম তহিদুল-শাহিন বাহিনী। গ্রামের মানুষের অভিযোগ, পান থেকে চুন খসলেই নির্যাতন শুরু করেন এ গ্রুপের সদস্যরা।