হাসপাতালে গিয়েছিলেন চোখের বালুকণা সরাতে, হারালেন দৃষ্টিশক্তি
কান্নাজড়িত কণ্ঠে মঞ্জুরুলের বাবা মো. নূরুল ইসলাম বলেন, ‘আমার সয়সম্পদ বলতে শুধু বাড়িভিটাটুকুই আছে। ৯ জনের পরিবারে একমাত্র কর্মক্ষম ছিল মঞ্জুরুল। তার উপার্জনেই চলত সংসার। আমাদের ধ্বংস করে দিয়েছে রে বাবা। আমার ছেলের সঙ্গে যা ঘটেছে, আমি এর বিচার চাই।’