‘ভাই গো আমি আর কখনো তুমারে রান্না করে খাওয়াইতে পারব না’
‘ভাই আমার মিলে কাজে যাওয়ার সময় আমি নিজ হাতে হাঁসের মাংস রান্না করে খাওয়াইছি। ভাই গো, আমি আর কখনো তুমারে রান্না করে খাওয়াইতে পারব না। ভাই তুমি কই গেলা আমারে ছাইড়া। তুমরা আমার ভাইরে আমার কাছে আইন্যা দেও, আমি ভাইয়ের চাঁদ মুখটা দেখব’। কান্না করতে করতেই কথাগুলো বলছিলেন আসমা।