২ একর সবজিখেত হাতির পায়ে পিষ্ট
হালুয়াঘাটে এবার শীতকালীন সবজি লাউখেতে তাণ্ডব চালিয়েছে বন্য হাতির দল। ভূবনকুড়া ইউনিয়নের পাহাড়ি রংগমপাড়ায় ধানের পর গত শনিবার চারজন কৃষকের প্রায় ২ একর সবজিখেত পায়ে পিষ্ট করে বিনষ্ট করে তারা। ক্ষতিগ্রস্তরা ক্ষোভ প্রকাশ করে বলেন, আগের ক্ষতিগ্রস্ত কৃষকেরা কোনো ক্ষতিপূরণ পায়নি।