সুমনের মায়ের কান্না থামছেই না
‘আমার বুকটা শূন্য অইয়া গেল। আমার কী জানি নাই। ছেলেটা নিয়ে কত স্বপ্ন দেখেছি সব নিমেষে শেষ কইরা দিল। শরীফ আমার ছেলেকে ডাইকা আইনা নির্মমভাবে হত্যা করলে। আমি ফাঁসি চাই না, খুনের বদলে খুন চাই।’ এমন করেই বিলাপ করছিলেন ময়মনসিংহের হালুয়াঘাট উপজেলার স্কুলছাত্র সুমনের মা মালেছা বেগম।