নিত্যপণ্যের মূল্যবৃদ্ধির প্রতিবাদে পথসভা
‘দাম কমাও-জান বাঁচাও, সাম্প্রদায়িকতা রুখো’ স্লোগানে গৌরীপুরে পথসভা করা হয়েছে। উপজেলার বোকাইনগর ইউনিয়নে নাওড়া ভোটের বাজারে গত রোববার বিকেলে এ পথসভার আয়োজন করা হয়। বাংলাদেশের কমিউনিস্ট পার্টির (সিপিবি) উপজেলা শাখা কর্মসূচির ডাক দেয়।