ভালুকায় নাতির আঘাতে দাদির নিহত, আটক ৩
ময়মনসিংহের ভালুকায় পারিবারিক কলহের জেরে নাতির হাতে দাদি জুলেখা খাতুন (৭০) নিহত হয়েছেন। গতকাল শনিবার সন্ধ্যায় উপজেলার রাজৈ ইউনিয়নের কুল্লাব গ্রামে এ ঘটনা ঘটে। এ ঘটনায় পুলিশ নিহতের নাতি আশিক (২৬), তাঁর স্ত্রী চাঁদনী আক্তার (২০) ও পুত্রবধু সেলিনা আক্তারকে (৪৫) আটক করেছে।