‘৫০০ টাহা ভাতা দিয়ে চাল কেনব, নাকি ওষুধ আনব’
সাতক্ষীরার তালা উপজেলার জাতপুর গ্রামের বিধবা কমলা দাসী (৬৫)। ১৯৮৮ সালে বন্যার সময় স্বামী হারানো এই নারী সতিনের ঘরের দুই সন্তানসহ ছয় ছেলে-মেয়েকে নানা কষ্টেশিষ্টে বড় করেছেন, বিয়েও দিয়েছেন। এখন অভাবের সংসারে তিনি একা। আয় বলতে বিধবা ভাতার মাসিক ৫০০ টাকা। এই দিয়ে কখনো আধপেটা, কখনো বা না খেয়েই দিন পার করছ