আখ চাষে ঘুরে দাঁড়ালেন ভেড়ামারার তিন যুবক
ফিলিপাইন কালো জাতের আখ চাষ করে সফলতা পেয়েছেন কুষ্টিয়ার ভেড়ামারা উপজেলার তিন যুবক। ঘুরে গেছে তাঁদের ভাগ্যের চাকা। ফলন ভালো হওয়ায় তাঁদের মুখে এখন মিষ্টি হাসি। তাঁরা জানান, সব খরচ বাদ দিয়ে এবার ৮ লাখ টাকা লাভ হবে। ভবিষ্যতে খরচ আরও কম হবে এবং লাভের পরিমাণ বাড়বে।