Ajker Patrika

ভেড়ামারার ৬ শিক্ষককে কারণ দর্শানোর নোটিশ 

ভেড়ামারা (কুষ্টিয়া) প্রতিনিধি 
ভেড়ামারার ৬ শিক্ষককে কারণ দর্শানোর নোটিশ 

কুষ্টিয়ার ভেড়ামারায় উপজেলায় প্রাথমিক ও মাধ্যমিক শিক্ষাপ্রতিষ্ঠানে শিক্ষা কার্যক্রম পর্যবেক্ষণ করতে পরিদর্শনে নেমেছেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও)। আজ শনিবার সকালে তিনটি শিক্ষাপ্রতিষ্ঠান পরিদর্শন করেন ইউএনও। এ সময় এক প্রাথমিক ও দুটি মাধ্যমিক বিদ্যালয়ের ছয়জন শিক্ষক নির্ধারিত সময়ে শিক্ষাপ্রতিষ্ঠানে উপস্থিত না হওয়ায় কারণ দর্শানোর জন্য প্রধান শিক্ষককে নির্দেশনা দেন। 

জানা গেছে, করোনা পরবর্তীতে শিক্ষার মান সঠিকভাবে পরিচালিত হচ্ছে কিনা পর্যবেক্ষণ করতে ইউএনও প্রতিদিনই বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠান পরিদর্শন করছেন। উপজেলার বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানে সরকারের লাখ লাখ টাকা ব্যয়ে স্থাপিত কম্পিউটার ল্যাব ব্যবহার বা অকেজো হয়ে রয়েছে কিনা, শিক্ষকদের উপস্থিতির জন্য ডিজিটাল হাজিরা মেশিনে হাজিরা দেওয়া হচ্ছে কিনা বা রিপোর্ট দেখা বা বের করার সিস্টেমে সমস্যা রয়েছে কিনা এগুলো পর্যবেক্ষণ করছেন। এ ছাড়াও শিক্ষার্থীদের স্কুল ড্রেস ও বিদ্যালয়ের পরিচ্ছন্নতা ঠিক রাখতে স্কুল প্রধানদের নির্দেশনা দেওয়া হয়েছে। পরিদর্শনের দিন ছয়জন শিক্ষক নির্ধারিত সময়ে শিক্ষাপ্রতিষ্ঠানে উপস্থিত না হওয়ায় কারণ দর্শানোর জন্য প্রধান শিক্ষককে নির্দেশনা দেওয়া হয়েছে। 

ভেড়ামারা উপজেলা ইউএনও দীনেশ সরকার বলেন, আজ সকালে তিনটি শিক্ষাপ্রতিষ্ঠান পরিদর্শন করি। নির্ধারিত সময়ের মধ্যে শিক্ষাপ্রতিষ্ঠানে উপস্থিত না হওয়ায় ছয়জন শিক্ষককে কারণ দর্শানোর জন্য প্রধান শিক্ষককে নির্দেশনা দেওয়া হয়েছে। 

নির্বাহী কর্মকর্তা আরও বলেন, ক্লাস যখনই থাকুক না কেন সরকারি নির্ধারিত সময়ের মধ্যে প্রতিষ্ঠানে আসা, পেশার সঙ্গে মানানসই পোশাক পরিধান নিশ্চিত করা। এ ছাড়াও বিদ্যালয়ের পরিবেশ সুন্দর রাখার জন্য উপজেলার সকল শিক্ষাপ্রতিষ্ঠান প্রধানগণকে অনুরোধ করেছি। পরিদর্শন অব্যাহত থাকবে বলে তিনি জানান। 

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

ভারত-পাকিস্তান উত্তেজনা: বিমানবাহিনীকে সর্বোচ্চ প্রস্তুতি নিতে বললেন প্রধান উপদেষ্টা

সারজিসের সামনেই বগুড়ায় এনসিপি ও বৈষম্যবিরোধীদের মধ্যে হাতাহাতি-সংঘর্ষ

পিটুনিতে নিহত সেই শামীম মোল্লাকে বহিষ্কার করল জাবি প্রশাসন, সমালোচনার ঝড়

চিন্ময় দাসের জামিন স্থগিতের আবেদন, শুনানি রোববার

মধুপুরে বিদ্যালয়ে ঢুকে শিক্ষককে জুতাপেটা

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত