আত্মহত্যা নয়, স্কুলছাত্রী রিয়াকে শ্বাসরোধে হত্যা
কুষ্টিয়ার কুমারখালী থেকে গত ৬ অক্টোবর রিয়া খাতুন (৯) নামে এক স্কুলছাত্রীর ঝুলন্ত লাশ উদ্ধার করা হয়। ঘটনাটি সন্দেহজনক হওয়ায় লাশ ময়নাতদন্তের জন্য মর্গে পাঠায় পুলিশ। গত শুক্রবার ময়নাতদন্তের প্রতিবেদন পাওয়া যায়। এতে চিকিৎসক উল্লেখ করেন, রিয়াকে শ্বাসরোধে হত্যা করা হয়েছে।