ব্লাস্টে কৃষকের স্বপ্নভঙ্গ
মনিরামপুরের টেংরামারীতে ব্লাস্টের হাত থেকে বোরো খেত রক্ষা করতে না পেরে ১৫ কাঠার কাঁচা ধানগাছ কাটে ফেলেছেন মোতালেব জমাদ্দার ভুট্ট নামের এক কৃষক। ধান না পেলেও অন্তত যেন বিচালী (খড়কুটো) বাড়ি তুলতে পারেন, সে জন্য তিনি গত শুক্রবার ধান কেটে শুকানোর জন্য মাঠে ফেলে রেখেছেন।