তত্ত্বাবধায়ক সরকারের ভাবনা অবাস্তব ও সংবিধানবিরোধী: কৃষিমন্ত্রী
কৃষিমন্ত্রী ও আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য ড. মো. আব্দুর রাজ্জাক বলেছেন, ২০২৪ সালের জানুয়ারি মাসে নির্বাচন হবে। বিএনপি যদি মনে করে সরকারের পতন ঘটিয়ে নিরপেক্ষ তত্ত্বাবধায়ক সরকারের অধীনে নির্বাচন হবে, সেটি অবাস্তব ও সংবিধানবিরোধী। টাঙ্গাইলের মধুপুরে এক অনুষ্ঠানে মন্ত্রী এসব কথা বলেন।