ভোট না দেওয়ায় কম্বল ফেরত নেওয়ার অভিযোগ
কালিহাতীতে ভোট না দেওয়ায় অনুদানের কম্বল ফেরত নেওয়ার অভিযোগ উঠেছে এক পরাজিত সদস্য প্রার্থীর বিরুদ্ধে। সহদেবপুর ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচনে ৩ নম্বর সংরক্ষিত আসনের সদস্য প্রার্থী রমেছা খানমের বিরুদ্ধে এ অভিযোগ করেন আকুয়া গ্রামের মকবুল হোসেন, অনু মিয়া, সংকু ও বংকু।