নিমেষেই বিক্রি ১০ লাখ টাকার মিষ্টি
থরে থরে সাজানো রসগোল্লা, চমচম, পান্তুয়া, জিলাপি আর কালাইয়ের আমির্তী। জিভে জল আসা এসব মিষ্টান্ন মাত্র ৫-৬ ঘণ্টায় উজাড়। নিমেষেই বিক্রি হয়ে গেল ১০ লাখ টাকায়। অবিশ্বাস্য মনে হলেও গতকাল মঙ্গলবার রাতে মানিকগঞ্জের ঘিওরে বিজয়া দশমীর সম্প্রীতির মেলায় মিষ্টির দোকানে ছিল রীতিমতো লম্বা লাইন। সব মিষ্টি দ্রুত বিক