শ্রীপুরের বেহাল ৩ সড়কে সীমাহীন দুর্ভোগে মানুষ
গাজীপুরের শ্রীপুর উপজেলায় দীর্ঘদিন ধরে সংস্কার না করায় বেহাল হয়ে পড়েছে তিনটি সড়ক। এতে চলাচলে চরম দুর্ভোগে পড়েছেন বিভিন্ন শিল্পকারখানার শ্রমিক, স্থানীয় শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থীসহ লাখো মানুষ। স্থানীয় সরকার বিভাগের গাফিলতির কারণেই সড়কগুলো বেহাল হয়ে পড়েছে বলে মনে করছেন স্থানীয়রা।