Ajker Patrika

শ্রীপুরে বৈদ্যুতিক তার থেকে ঝুলন্ত মরদেহ উদ্ধার

শ্রীপুরে বৈদ্যুতিক তার থেকে ঝুলন্ত মরদেহ উদ্ধার

গাজীপুরের শ্রীপুরে বৈদ্যুতিক তারে ঝুলন্ত থাকা এক অজ্ঞাতনামা মরদেহ উদ্ধার করা হয়েছে। শ্রীপুর থানা–পুলিশ ঘটনাস্থল থেকে তাঁর ওই মরদেহ উদ্ধার করে। পুলিশ ও স্থানীয়দের ধারণা ওই ব্যক্তি বৈদ্যুতিক ট্রান্সফরমার চুরি করতে গিয়ে বিদ্যুতায়িত হয়ে মারা যান।

স্থানীয় সূত্রে জানা গেছে, আজ মঙ্গলবার সকালে উপজেলার বরমী ইউনিয়নের সোনাকর গ্রামের কয়েকজন ওই ব্যক্তিকে তারে ঝুলে থাকতে দেখেন। পরে পুলিশে খবর দিলে দুপুরে এসে পুলিশ মরদেহ উদ্ধার করে নিয়ে যায়। পুলিশ ও স্থানীয়দের ধারণা বৈদ্যুতিক ট্রান্সফরমার চুরি করতে গিয়ে তাঁর মৃত্যু হয়েছে। 

স্থানীয় বাসিন্দা আলী বলেন, ‘মঙ্গলবার সকালে বৈদ্যুতিক তারে মরদেহ ঝুলে থাকতে দেখে পুলিশে খবর দেই। শ্রীপুর থানা–পুলিশ এসে দুপুরে মরদেহ উদ্ধার করে।’ 

শ্রীপুর থানার উপপরিদর্শক (এসআই) তাজমুল করিম বলেন, ‘অজ্ঞাত চোর সোমবার রাতের কোনো এক সময় ওই গ্রামের বৈদ্যুতিক খুঁটিতে ওঠে ট্রান্সফরমার চুরি করতে চেষ্টা করে। এ সময় সে বিদ্যুতায়িত তাঁর মৃত্যু হয়। মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য গাজীপুরের শহীদ তাজউদ্দীন আহমেদ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। এ ঘটনায় শ্রীপুর থানায় অপমৃত্যু মামলা রুজু হয়েছে।’ 

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

বাংলাদেশসহ এশিয়ার ৫ দেশে সফর বাতিল করলেন ইতালির প্রধানমন্ত্রী মেলোনি

চাকরির নামে মিরপুর-শেওড়াপাড়ায় বাসায় ডেকে নারীর সঙ্গে ভিডিও ধারণের পর টাকা হাতিয়ে নিত ‘হানি ট্র্যাপ’ চক্র

দুস্থদের ৩৪ লাখ টাকা নিয়ে লাপাত্তা মোহনগঞ্জ সমাজসেবা কর্মকর্তা

জয়পুরহাটে হত্যা মামলায় স্কুলশিক্ষক গ্রেপ্তার

প্রকল্পে অনিয়মের অভিযোগ: রাঙামাটি জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরে দুদকের অভিযান

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত