সালথায় ট্রলি থেকে ইট নামাতে গিয়ে প্রাণ গেল কিশোরের
ফরিদপুরের সালথায় ট্রলি থেকে ইট নামাতে গিয়ে বিল্লাল মিয়া (১৫) নামের এক কিশোর নিহত হয়েছে। আজ মঙ্গলবার সন্ধ্যায় উপজেলার গট্টি ইউনিয়নের সিংহপ্রতাব এলাকায় গাড়ি থেকে ইট নামানোর সময় তাঁর মৃত্যু হয়। নিহত বিল্লাল পাশের রামকান্তুপুর ইউনিয়নের রামকান্তুপুর গ্রামের মৃত মানু মিয়ার ছেলে। এদিকে একমাত্র ছেলেকে হারিয়