সাজেদা চৌধুরীর আসনে ভোট শনিবার
জাতীয় সংসদের উপনেতা সৈয়দা সাজেদা চৌধুরীর মৃত্যুতে শূন্য হয়ে যাওয়া ফরিদপুর-২ আসনের উপনির্বাচন শনিবার (৫ নভেম্বর)। সকাল ৮টা থেকে বিকেল ৪টা পর্যন্ত ভোটগ্রহণ হবে। নির্বাচন কমিশন (ইসি) জানিয়েছে, এই আসনের সব কটি কেন্দ্রেই ভোটগ্রহণ হবে ইলেকট্রনিক ভোটিং মেশিনে (ইভিএম)।