ভিক্ষা ছেড়ে পঙ্গুত্বকে জয়
অটোরিকশাই হয়ে ওঠে আব্দুস সাত্তারের উপার্জনের বাহন। কিন্তু বিধিবাম! কিছুদিন পরেই অসুস্থ হয়ে পড়েন। চিকিৎসার জন্য গাড়িটি বিক্রি করে দিতে হয়। সুস্থ হওয়ার পর আরও বিপাকে পড়েন। না পারেন আরেকটা অটোরিকশা কিনতে, না পারেন ভিক্ষার ঝুলি তুলে নিতে। পরিবারের লোকজনও প্রবল আপত্তি তোলে। বেশ কিছুদিন অনেক কষ্টে কেটেছে