পাঁচ টাকায় জামাই আদর
'মজাদার জামাই পিঠা, খাইলে লাগে মিঠা, দাম মাত্র পাঁচ টাকা, যারা খাইবেন মাইকের কাছে চলে আসেন। নষ্ট মোবাইল ভাঙা, ঘড়ি ভাঙা ও মাথার চুল দিয়েও নিতে পারেন সুস্বাদু জামাই পিঠা'। মাথায় পিঠার ঝুড়ি ও ঝুড়ির ওপর বাচ্চাদের আচার নিয়ে এভাবেই মাইক দিয়ে ডাকেন রহমত উল্লাহ।