পূর্ণ স্বাধীনতা অর্জন করতে হলে পিআর পদ্ধতিতে নির্বাচন হতে হবে: আকরাম হোসাইন
আকরাম হোসাইন আরও বলেন, আমরা ইসলামপন্থী যারা আছি, আমরা চাই ধোঁকাবাজির রাজনীতি যেন বাংলাদেশে আর না হয়। এর থেকে মানুষকে বের হয়ে আসতে হবে। আর এজন্য একমাত্র দরকার কুরআনি শাসন। ধোঁকাবাজির রাজনীতি থেকে বের হতে হলে মানুষ তৈরি করতে হবে। মানুষ তৈরি করতে পারে একমাত্র কুরআন।