হোটেল-রেস্তোঁরা বন্ধে লোকসানে দুগ্ধ ও পোল্ট্রি খামারিরা
মফস্বল এলাকায় এমনিতেই মিল্কভিটা, প্রাণ বা ব্র্যাকের মতো প্রতিষ্ঠান দুধ কিনে না। ফলে ক্ষুদ্র ও মাঝারি দুগ্ধ খামারিদের ভরসা স্থানীয় হোটেল, রেস্তোরাঁ আর ছোট ছোট চায়ের দোকান। ব্রয়লার মুরগির খামারিদেরও ভরসাস্থল এসব হোটেল রেস্তোরাঁ।