আগৈলঝাড়ায় ভ্রাম্যমাণ আদালতের অভিযানে কারেন্ট জাল জব্দ
বরিশালের আগৈলঝাড়ায় দেশীয় প্রজাতির মাছ রক্ষায় জেলা মৎস্য অধিদপ্তর ও উপজেলা প্রশাসনের যৌথ অভিযানে ২০ হাজার মিটার কারেন্ট জাল, ৮টি চট জাল, খালের মধ্যে ২০টি অবৈধ স্থাপনা উচ্ছেদ, ১২টি ভেসাল জাল ও সেচ দিয়ে মাছ ধরার বিভিন্ন সরঞ্জাম জব্দ করা হয়েছে। পরে জব্দকৃত জাল পুড়িয়ে বিনষ্ট করা হয়েছে।