Ajker Patrika

আগৈলঝাড়ায় গৃহবধূকে মারধরের অভিযোগ

আগৈলঝাড়া (বরিশাল) প্রতিনিধি
আগৈলঝাড়ায় গৃহবধূকে মারধরের অভিযোগ

বরিশালের আগৈলঝাড়ায় আশ্রয়ণ প্রকল্পের বাসিন্দা এক গৃহবধূকে মারধরের অভিযোগ পাওয়া গেছে। আহত অবস্থায় তাঁকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।

ভুক্তভোগী গৃহবধূ সুমি বেগম (৩৫) উপজেলার রত্নপুর ইউনিয়নের রত্নপুর গ্রামের আশ্রয়ণ প্রকল্পের বাসিন্দা বেল্লাল ব্যাপারীর স্ত্রী। উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন সুমি বেগম বলেন, ‘সরকার আশ্রয়ণ প্রকল্পের একটি ঘরে আমাদের বসবাসের সুযোগ করে দিয়েছে। ওই আশ্রয়ণ প্রকল্পের সরকারি রাস্তার পাশে আমি কয়েকটি কলাগাছ লাগাই।’

সুমি বেগম আরও বলেন, ‘সেই কলাগাছ থেকে কয়েকটি কলা কেটে রান্নার জন্য বাড়ি নিয়ে গেলে জালাল সরদার, তাঁর ছেলে জুয়েল সরদার ও জুয়েলের স্ত্রী আইরিন বেগম আমাকে পিটিয়ে রক্তাক্ত জখম করে। পরে স্থানীয়রা আমাকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করে। এ ঘটনায় থানায় মামলা করব।’

তবে মারধরের অভিযোগ অস্বীকার করে জালাল সরদার বলেন, ‘সরকারি রাস্তার পাশে আমার লাগানো কলাগাছ থেকে কলা কেটে নেওয়ায় সুমি বেগমের সঙ্গে বাগ্‌বিতণ্ডা হয়েছে।’

এ ব্যাপারে আগৈলঝাড়া থানার পরিদর্শক (তদন্ত) মো. মাজহারুল ইসলাম বলেন, গৃহবধূকে মারধরের ঘটনায় এখন পর্যন্ত কেউ থানায় অভিযোগ দায়ের করেনি। অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

অরকার আক্রমণে তরুণী প্রশিক্ষকের মৃত্যু, ভাইরাল ভিডিওটি সম্পর্কে যা জানা গেল

জি এম কাদেরের সাংগঠনিক কার্যক্রমে নিষেধাজ্ঞা ও মামলা প্রত্যাহার

ভারতকে পাকিস্তানি সেনাপ্রধানের পারমাণবিক যুদ্ধের হুমকি, যা বলল যুক্তরাষ্ট্র

প্লট–ফ্ল্যাট বরাদ্দে সচিব, এমপি, মন্ত্রী, বিচারপতিসহ যাঁদের কোটা বাতিল

জর্ডান-মিসরকে নিয়ে বৃহত্তর ইসরায়েল প্রতিষ্ঠা করতে চান নেতানিয়াহু

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত