নির্বাচন পর্যন্ত মাঠ ছাড়বেন না, ডাক দিলেই চলে আসবেন: ফরিদুন্নাহার লাইলী
আওয়ামী লীগের কৃষি ও সমবায় বিষয়ক সম্পাদক ফরিদুন্নাহার লাইলী বলেছেন, শেখ হাসিনার অপরাধ, তিনি দেশের উন্নয়ন করেছেন। এটা বিএনপির মেনে নিতে পারে না। প্রধানমন্ত্রী শেখ হাসিনার অধীনে ছাড়া দেশে কোনো নির্বাচন হবে না। এই নির্বাচনে যারা বাধা দিতে আসবে, তাদের প্রতিহত করা হবে।