‘জেলা প্রশাসনের কর্মকর্তাদের আচরণ ইস্ট ইন্ডিয়া কোম্পানির গভর্নরের মতো’
শুনানি শেষে আদালত ওই বাজারের লিজ দেরিতে বুঝিয়ে দেওয়ায় ইজারাদার নুরুল ইসলামকে কেন ক্ষতিপূরণ দিতে নির্দেশ দেওয়া হবে না, তা জানতে চেয়ে রুল জারি করেছেন। কক্সবাজারের ডিসি, রামু উপজেলার নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও সহকারী কমিশনারসহ (ভূমি) সংশ্লিষ্টদের রুলের জবাব দিতে বলা হয়েছে।