নিঝুম দ্বীপে ‘বিজলীতে’ মুগ্ধ পর্যটক
কেউ তুলছেন সেলফি, কেউ গ্রুপ ছবি। কেউ চিপস খাওয়াচ্ছেন, কেউ আবার হাতে চিপস নিয়ে অপেক্ষা করছেন খাওয়ানোর জন্য। কেউ আবার হাত দিয়ে ছুঁয়ে দেখার চেষ্টা করছেন। এভাবে ‘বিজলীকে’ নিয়ে আনন্দে মেতে থাকেন হাতিয়ার নিঝুম দ্বীপে ঘুরতে আসা পর্যটকেরা। সবার আগ্রহের কেন্দ্রবিন্দু বিজলী।