হাতিয়ায় জোয়ারে মরেছে মাছ, দুর্গন্ধে জনজীবন অতিষ্ঠ
নিঝুম দ্বীপের বন্দরটিলা ঘাট থেকে নামার বাজার পর্যন্ত প্রধান সড়কের দুপাশে জোয়ারের পানিতে ভেসে আসা অসংখ্য মৃত মাছ পড়ে আছে। কয়েক দিন অতিবাহিত হওয়ায় এসব মাছে পচন ধরেছে। এতে ওই এলাকার বাতাসে দুর্গন্ধ ছড়িয়ে গেছে। ফলে নাকে কাপড় চেপে চলাফেরা করতে হচ্ছে এ এলাকার বাসিন্দাদের।