বৃষ্টির দেখা নেই, আমন চাষ ব্যাহতের আশঙ্কা
আমন চাষাবাদে সেচের প্রধান উৎস বৃষ্টির পানি। কিন্তু এ বছর বর্ষা মৌসুম পেরিয়ে যাচ্ছে, বৃষ্টির দেখা নেই। ফেনীর ফুলগাজীতে প্রচণ্ড রোদে কৃষিজমির মাটি শুকিয়ে গেছে। উপজেলার ৬ হাজার ২০৫ হেক্টর জমিতে বৃষ্টি না হওয়ায় এখনো আমন রোপণ হয়নি। তাই আমনচাষিদের হতাশা যেন দিন দিন বেড়ে চলছে।