কুমিল্লায় বাস, ট্রাক ও মোটরসাইকেলের ত্রিমুখী সংঘর্ষ, নিহত ২
কুমিল্লায় যাত্রীবাহী বাস, ট্রাক ও মোটরসাইকেলের ত্রিমুখী সংঘর্ষে দুই যুবক নিহত হয়েছেন। আজ সোমবার (১৭ এপ্রিল) বেলা সোয়া একটার দিকে কুমিল্লা সিলেট আঞ্চলিক মহাসড়কের সেনানিবাস এলাকায় এ ঘটনা ঘটে। ময়নামতি হাইওয়ে ক্রসিং থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মিজানুর রহমান বিষয়টি নিশ্চিত করেছেন।