কিশোরগঞ্জ-২: নূর-সোহরাব কোন্দল চরমে
কিশোরগঞ্জের আঞ্চলিক ভাষায় একটা কথা আছে ‘হাইজের মাইর’। দুই গ্রামের হাজার হাজার মানুষের মধ্যে যে সংঘর্ষ হয়, তাকেই বলে ‘হাইজের মাইর’। কিশোরগঞ্জ-২ (কটিয়াদী ও পাকুন্দিয়া) আসনের বর্তমান সংসদ সদস্য সাবেক আইজিপি নূর মোহাম্মদ ও সাবেক সংসদ সদস্য আইনজীবী সোহরাব উদ্দিনের সমর্থকদের মধ্যে এই ‘হাইজের মাইর’ দীর্ঘদি