৭৬ বছরের জীবনে এত পানি দেখি নাই: অবসরপ্রাপ্ত সেনাসদস্য
আশ্রয়কেন্দ্রে অবস্থান নেওয়া সোনাপুর গ্রামের বিধবা ফিরোজা বেগম বলেন, ‘বুধবার রাতটি ছিল আমাদের জন্য বিভীষিকাময়। রাত যত গভীর হচ্ছিল, ভারী বৃষ্টির সঙ্গে বজ্রপাতও হচ্ছিল। পানিও হুড়মুড় করে বেড়ে চলছে। মনে করেছিলাম, আজই শেষরাত। আল্লাহ দয়া করছেন বলে এখনো বেঁচে আছি। পরদিন বৃহস্পতিবার কলার ভেলায় করে আশ্রয়কেন্দ