Ajker Patrika

চৌদ্দগ্রামে লরিচাপায় পিষ্ট অটোরিকশা, নিহত ২

চৌদ্দগ্রাম (কুমিল্লা) প্রতিনিধি
আপডেট : ২০ সেপ্টেম্বর ২০২৪, ২১: ৪৪
চৌদ্দগ্রামে লরিচাপায় পিষ্ট অটোরিকশা, নিহত ২

কুমিল্লার চৌদ্দগ্রামে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে মালবাহী লরির চাপায় তিনটি সিএনজিচালিত অটোরিকশা পিষ্ট হয়ে দুজন নিহত হয়েছেন। নিহতরা একটি অটোরিকশার চালক ও যাত্রী। এতে আহত হয়েছে আরও দুজন। 

আজ শুক্রবার বিকেলে উপজেলার মিয়াবাজারে মহাসড়কের কাশিনগর রাস্তার মাথায় এ দুর্ঘটনা ঘটে। তথ্যটি সন্ধ্যায় নিশ্চিত করেছেন, মিয়ার বাজার হাইওয়ে থানার উপপরিদর্শক নজরুল ইসলাম।

নিহতরা হলেন সিএনজিচালিত অটোরিকশাচালক কুমিল্লা সদর দক্ষিণ উপজেলার পূর্ব জোড়কানন ইউনিয়নের ভাটপাড়া গ্রামের মাংস বিক্রেতা জাহাঙ্গীর মিয়ার ছেলে রাশেদ খান (২৭) ও অটোরিকশার যাত্রী চট্টগ্রামের বাইজিদ খান থানার ওয়াজদিয়া এলাকার মো. ইব্রাহিম (৪০)।

স্থানীয় প্রত্যক্ষদর্শী আমান জানান, ঢাকামুখী একটি লরি এসে মহাসড়কের পাশে দাঁড়িয়ে থাকা তিনটি সিএনজিচালিত অটোরিকশাকে ধাক্কা দেয়। এ সময় একটি অটোরিকশার চালক এবং এক পুরুষ যাত্রী মারা যান। আহত হন আরও ২ জন। পরে হতাহতদের বিভিন্ন হাসপাতালে নেওয়া হয়েছে।

মিয়াবাজার হাইওয়ে থানার উপপরিদর্শক নজরুল ইসলাম জানান, খবর পেয়ে ঘটনার স্থলে এসে লরি গাড়িটি আটক করা হয়েছে। তবে চালক পালিয়ে গেছে। 

স্থানীয়দের বরাত দিয়ে মিয়াবাজার হাইওয়ে পুলিশ ফাঁড়ির ইনচার্জ মো. শাহদাৎ বলেন, দুজন নিহত হয়েছে বলে জেনেছি। তবে আমরা নিহত-আহত কাউকে ঘটনাস্থলে পাইনি। তাদের পরিচয় নিশ্চিত হতে পারিনি। লরিটি উদ্ধার করে থানায় নিয়ে এসেছি। কাউকে গ্রেপ্তার করা যায়নি।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

পেহেলগাম হামলা: ধরা খেয়ে গেল মোদির কাশ্মীর ন্যারেটিভ

ভারত-পাকিস্তান উত্তেজনা: বিমানবাহিনীকে সর্বোচ্চ প্রস্তুতি নিতে বললেন প্রধান উপদেষ্টা

সারজিসের সামনেই বগুড়ায় এনসিপি ও বৈষম্যবিরোধীদের মধ্যে হাতাহাতি-সংঘর্ষ

‘ঘুষের জন্য’ ৯১টি ফাইল আটকে রাখেন মাউশির ডিডি: দুদক

রাখাইনে মানবিক করিডর কি প্রক্সি যুদ্ধের ফাঁদ হবে, ভারত-চীন কীভাবে দেখবে

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত