ব্রাহ্মণপাড়ায় কলেজ আঙিনায় সবজি চাষ
মোশাররফ হোসেন খান চৌধুরী বিশ্ববিদ্যালয় কলেজ ক্যাম্পাস হরেক রকমের বাহারী ফুল ও সবুজ সবজিতে সজ্জিত। কলেজ আঙ্গিনায় বাহারী ফুল বাগানের পাশাপশি দুই শতক পতিত জায়গায় চাষ করা হয়েছে সবুজ ফুলকপি, বাঁধাকপি, টমেটো, লাল শাক ও পুইশাকসহ ৬ প্রজাতির শীতকালীন সবজি।