নির্বাচনী আচরণবিধি মানছেন না কর্ণফুলীর প্রার্থীরা
ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচনে আচরণবিধি মানছেন না চট্টগ্রামের কর্ণফুলীর ৪ ইউপির প্রার্থীরা। তাঁরা আচরণবিধি লঙ্ঘন করে দেয়ালে পোস্টার লাগাচ্ছেন। গভীর রাত পর্যন্ত করছেন মিছিল, সভা ও শোডাউন। চলছে প্রার্থীদের ক্ষমতা প্রদর্শন। এ নিয়ে এলাকায় সহিংসতার আশঙ্কা করছেন স্থানীয় বাসিন্দারা।