ফরিদগঞ্জে জীবিত ব্যক্তিকে মৃত দেখিয়ে বয়স্ক ভাতাভোগীর নাম বদল
শহিদ উল্ল্যা বলেন, ভাতার বইতে টাকা জমা না হওয়ায় স্থানীয় দোকানির পরামর্শে তিনি অফিসে যান। সেখানে মাঠকর্মী নুরুন্নবী জানান তাঁর বইতে সমস্যা আছে, এ জন্য টাকা যায়নি। ঠিক করে দেবে বলে তিনি বই রেখে দেন। এরপর তিনি বারবার ওই অফিসে গেলেও তাঁকে বই দেওয়া হয়নি। সর্বশেষ গত বুধবার সমাজসেবা অফিসে গিয়ে জানতে চাইলে