খর্বকায় তরুণ-তরুণীর বিয়ে এলাকায় খুশির আমেজ
আব্দুল হামেদ একজন ভাঙারি ব্যবসায়ী। সংসারে তাঁর চার ছেলে ও দুই মেয়ে। আল-আমীন (২৪) তাঁর সেজ ছেলে। আল-আমীনের আগের ও পরের দুই ভাই বিয়ে করে সংসারী হলেও আল-আমীন শারীরিক উচ্চতা ৩৬ ইঞ্চি হওয়ায় তাঁর বিয়ে হচ্ছিল না। এ নিয়ে সব সময় চিন্তায় থাকতেন। ছেলের চিন্তায় সর্বদা মা-বাবা বুকে একটা চাপা কষ্ট বয়ে বেড়াতেন। কে