বোরহানউদ্দিনে চাঁদা না পেয়ে তরমুজচাষিদের ওপর হামলা, আহত ৫
ভোলার বোরহানউদ্দিনে চাঁদা না পেয়ে তরমুজচাষিদের ওপর হামলার অভিযোগ উঠেছে। গতকাল বৃহস্পতিবার রাতে উপজেলার গংগাপুর ইউনিয়নের তেঁতুলিয়া নদীর চর শরীফিয়ারে এ ঘটনা ঘটে। আহত চাষিদের অভিযোগ, গংগাপুর ইউনিয়নের সাদ্দাম, রেজাউল, নুর ইসলাম, ইমন, হেলালসহ ১৫-২০ জন ব্যক্তি এই হামলা চালান। তাঁরা কয়েক দফায়...